সময় পেল ৩ দিন, বন্ধ হয়ে যাবে সীতাকুণ্ডের ক্লিনিক প্যাথলজি

সীতাকুণ্ডে যেসব ডায়াগনস্টিক সেন্টার এবং হাসপাতালের লাইসেন্স ও বৈধ কাগজপত্র নেই সেগুলোকে আগামী ৩ দিনের মধ্যে আপডেট করার জন্য আলটিমেটাম দেওয়া হয়েছে। কাগজপত্র আপডেট করতে ব্যর্থ প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হবে।

সোমবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুর উদ্দিন রাশেদ সীতাকুণ্ড চক্ষু হাসপাতাল, ইউনিক ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাব সি-ভিউতে অভিযানকালে এ কথা বলেন।

আরও পড়ুন : ঈদগাঁওয়ে লাইসেন্স ছাড়াই চলে হাসপাতাল বাণিজ্য

তিনি আরও বলেন, আগামী তিনদিনের মধ্যে প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স ও বৈধ কাগজপত্র নিয়ে নির্দেশিত কার্যালয়ে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। অন্যথায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর সব কার্যক্রম বন্ধ থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাব সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডা. মিলজার হোসেন, পরিসংখ্যানবিদ ইমাম উদ্দিনসহ সংবাদকর্মীরা।

এসএস/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!