৯ বছরেও দেওয়া হয়নি পে-স্কেল, ৯ দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

বৈষম্যমুক্ত নবম পে-স্কেলসহ ৯ দফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে সরকারি চাকুরিজীবী ফোরাম (১১-২০ গ্রেড) জেলা নেতৃবৃন্দ।

বুধবার (২৪ এপ্রিল) চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়।

দাবির মধ্যে রয়েছে—পে-কমিশন গঠন, বার্ষিক বেতন বৃদ্ধি চলমান রাখা, টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন, শতভাগ পেনশন প্রদানসহ কাজের ধরন অনুযায়ী পদ নাম ও গ্রেড পরিবর্তন।

এসময় উপস্থিত ছিলেন ফোরামের বিভাগীয় সহসভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম, সাংগঠনিক সম্পাদক মো. তাওহীদুল ইসলাম, চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব মো. নজরুল ইসলাম, বিভাগীয় দপ্তর সম্পাদক কামাল হোসেন, প্রচার সম্পাদক মোজাম্মেল হক, নিরাপত্তা বিষয়ক সম্পাদক আমির হোসেন, সদস্য জাকির হোসেন, চট্টগ্রামের আহ্বায়ক মো. মাহবুব-উল-আরেফিন, যুগ্ম আহ্বায়ক জাফর আহম্মেদ মজুমদার, গোলাম মাওলা মো. আব্দুল্লাহ, সদস্য মো. সাইফুল ইসলাম, নাছির উদ্দীন, ইসমাঈল উদ্দীন, শরীফুল ইসলাম পাটোয়ারী, জাহাঙ্গীর হোসেন, মো. সাইফুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, গোলাম রহমান ও মো. কাউসার।

আরও পড়ুন : সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়নের দাবিতে রেলওয়ে স্টেশন মাস্টারদের সমাবেশ

ফোরামের নেতৃবৃন্দ জানান, জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার পর বিভিন্ন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরাসরি স্মারকলিপি দেওয়া হবে। গত ৯ বছরে পে-স্কেল প্রদান করা হয়নি। এবার দাবি আদায় না হলে আগামী ৬ জুন জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করা হবে। গতবছর দাবি আদায়ে মহাসমাবেশের ডাক দিয়েও সরকারের বিশেষ অনুরোধে কর্মসূচি প্রত্যাহার করা হয়।

ফোরাম চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব মো. নজরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। প্রজাতন্ত্রের কর্মচারীদের অভুক্ত রেখে স্মার্ট বাংলাদেশ গড়া কখনও সম্ভব নয়। দ্রব্যমূল্যের দাম দ্বিগুণ-তিনগুন বেড়ে যাওয়ার কারণে সরকারি চাকরিজীবীরা চরম অসহায় অবস্থায় আছে। কেবল ভিক্ষা করতে পারছি না। প্রতি পাঁচবছর পর সরকারের পে-স্কেল দেওয়ার নিয়ম থাকলেও গত ৯ বছরে তা দেওয়া হয়নি। এখন সরকারি কর্মচারীদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই প্রধানমন্ত্রীর কাছে আগামী বাজেটে বৈষম্যমুক্ত পে-স্কেল দেওয়ার আকুল আবেদন জানাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের নিয়মতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!