ঈদগাঁওয়ে লাইসেন্স ছাড়াই চলে হাসপাতাল বাণিজ্য

কক্সবাজার ঈদগাঁও বাজারে লাইসেন্সবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে হাসপাতাল পরিচালনার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।

শনিবার (২০ আগস্ট) বেলা ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকারিয়ার নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

আরও পড়ুন : চমেক হাসপাতালে সরকারি ওষুধ চুরি, পুলিশের জালে ৩ ওয়ার্ড বয়

এসময় ঈদগাঁও ফিজিওথেরাপি সেন্টারকে ৩০ হাজার টাকা, ঈদগাঁও মা ও শিশু ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, হাড়ভাঙা ও জোড়া লাগানোর কথিত চিকিৎসককে ২৫ হাজার টাকা এবং জমজম হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহায়তা করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর এবং ঈদগাঁও থানা পুলিশ।

বিডি/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!