শিশুদের বাজি ফাটানোয় ৫ পরিবারের সর্বনাশ

রাউজানে আগুনে পুড়ে ছাই হয়েছে ৫টি বসতঘর। আগুনে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

শনিবার (২৭ এপিল) বেলা ১২টায় উপজেলার চিকদাইর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভোলা গাজির বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন— সাবেক মহিলা ইউপি সদস্য ফটো মেম্বার, মো. শফি, মো. গোলাপ, মো. ইউসুফ ও মো. হারুন।

আরও পড়ুন : ফটিকছড়িতে গভীর রাতের আগুনে ৫ পরিবারের সর্বনাশ

ক্ষতিগ্রস্ত ফটো মেম্বার বলেন, শিশুরা গ্যাস লাইটার দিয়ে বাজি ফুটাতে গিয়ে আগুন ধরিয়ে দেয়। এসময় আমার ঘরসহ ৫টি বসতঘরের আসবাবপত্র পুড়ে প্রায় ৮ লাখ টাকা ক্ষতি হয়েছে।

এ বিষয়ে চিকদাইর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী বলেন, খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

জানতে চাইলে রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিফিল ডিফেন্সের অফিসার আব্দুল আল মামুন খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুনে নিভানোর কাজ শুরু করি। তবে আগুনের সূত্রপাতের সঠিক কারণ জানা যায়নি। এছাড়া তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!