‘সুখবর’—সংকট কাটিয়ে আসছে ১ কোটিরও বেশি করোনার টিকা

আগামী মাসের প্রথম সপ্তাহেই আসছে ১ কোটি ১০ লাখ করোনার টিকা। সবমিলিয়ে আগামী দেড় মাসের মধ্যে পৌনে দুই কোটি বা আরও বেশি টিকা থাকবে।

এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। শনিবার (১০ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হল পরিদর্শন শেষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকার সংকট আমরা কাটিয়ে উঠছি। আমরা ইতোমধ্যে ৪৫ লাখ টিকা পেয়েছি। শুনে আনন্দিত হবেন, গতকালই আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছ থেকে চিঠি পেয়েছি। আমরা আরও ৬০ লাখ ফাইজারের টিকা আগস্টের প্রথম সপ্তাহে পাব।

তিনি বলেন, চীন থেকেও আগামী মাসের প্রথম সপ্তাহে ৫০ লাখ টিকা পাব। আগস্টের মধ্যেই অ্যাস্ট্রাজেনেকার টিকা ১০ লাখ বা তার অধিক পেয়ে যাব। অর্থাৎ আগামী দেড় মাসের মধ্যে প্রায় পৌনে দুই কোটি টিকা থাকবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!