৪৫ মণ লইট্ট্যা মাছসহ ধরা খেল ট্রাক

প্রজনন মৌসুমে বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য করে সামুদ্রিক মাছ পরিবহনের দায়ে আনোয়ারায় দুব্যক্তিকে জরিমানা করা হয়েছে। এসময় ৪৫ মণ মাছসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।

বুধবার (১২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কালাবিবির দীঘি এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথ এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন।

আরও পড়ুন: নিষিদ্ধ শাপলা পাতা মাছ বিক্রি হলেও ঠেকানোর কেউ নেই

জানা গেছে, অভিযানে ৪৫ মণ সামুদ্রিক লইট্ট্যা মাছসহ ট্রাক জব্দ করা হয়েছে। পরে জব্দ করা মাছ ১ লাখ ৫৬ হাজার টাকায় নিলাম দেওয়া হয়। এছাড়া ট্রাক চালককে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর ৫ ধারায় ২ হাজার টাকা এবং মাছের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন বলেন, মৎস্য সম্পদ রক্ষা ও চলমান নিষেধাজ্ঞা কার্যকর করতে অভিযান চলমান থাকবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের আইনের আওতায় আনা হবে।

প্রসঙ্গত, চলতি বছরের ১৯ মে মধ্যরাত থেকে টানা ৬৫ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!