২ মন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গিয়ে ফেঁসে গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের দুমন্ত্রীকে (পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী) শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য ড. শিরীণ আখতার। এ বিজ্ঞাপনের ব্যয় কোন খাত থেকে নির্বাহ করা হবে জানতে চেয়ে তাঁর কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বুধবার (১৭ জানুয়ারি) চবি রেজিস্ট্রার বরাবর এ চিঠি দেন পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচালক মো. গোলাম দস্তগীর।

আরও পড়ুন : বিশ্ববিদ্যালয়ে ‘র‌্যাগ ডে’ বন্ধে এবার ইউজিসির নির্দেশ

চিঠিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় শিক্ষা মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় মন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় মন্ত্রীকে একাধিক সংবাদপত্রে রঙিন বিজ্ঞাপনের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। উক্ত বিজ্ঞাপন কয়টি পত্রিকায় প্রকাশ করা হয়েছে এবং এই ব্যয় কোন খাত থেকে নির্বাহ করা হবে তার তথ্য জানতে চায় ইউজিসি।

এছাড়া চিঠিতে উল্লেখ করা হয়, গত ১২ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সেবা শাখা থেকে জারি করা নোটিশ অনুসরণ করেনি চবি। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে এ বিষয়েও জবাব চেয়েছে ইউজিসি।

এআইটি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!