বিশ্ববিদ্যালয়ে ‘র‌্যাগ ডে’ বন্ধে এবার ইউজিসির নির্দেশ

চটগ্রামসহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ‘র‌্যাগ ডে’ উদযাপন বন্ধের নির্দেশে দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

উচ্চ আদালতের রুল জারির পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের এ অভিভাবক সংস্থা।

সোমবার (৪ জুলাই) ইউজিসি’র বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ‘র‌্যাগ ডে’ উদযাপন বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগ ডে : ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘র‌্যাগ ডে’ উদযাপনের নামে অশ্লীলতা, নগ্নতা, ডিজে পার্টি, অশোভন আচরণ, নিষ্ঠুর ও নিষিদ্ধ কর্মকাণ্ড এবং বুলিং অবিলম্বে বন্ধ করার জন্য নির্দেশনা দেওয়া হলো। বেসরকারি বিশ্ববিদ্যালয়েও এমন কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত ৭ এপ্রিল দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘র‌্যাগ ডে’র নামে অপসংস্কৃতি বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কামরুল হাসান।

রিটে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে রুল জারির আর্জি জানানো হয়। এরপর গত ১৭ এপ্রিল ‘র‌্যাগ ডে’ উদযাপন বন্ধের আদেশ দেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

জেএন/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!