১৫ মাস পর সাফল্য—জন্ম নিল ৪ হলুদ কাছিম

চট্টগ্রাম চিড়িয়াখানায় বিলুপ্তপ্রায় ৪টি পাহাড়ি হলুদ কাছিমের জন্ম হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) ৩টি এবং শনিবার (১১ জুন) ১টি হলুদ কাছিমের বাচ্চা জন্ম নেয়।

জানা গেছে, প্রাকৃতিক পরিবেশে তৈরি করা নতুন খাঁচায় বিলুপ্তপ্রায় কাছিম ছেড়ে দিয়ে ১৫ মাসের মধ্যে ডিম ফুটে এসব কাছিমের জন্ম হয়। বিপন্ন পাহাড়ি কাছিমের বাচ্চাগুলোকে তিন বছর পর প্রকৃতিতে অবমুক্ত করা হবে।

আরও পড়ুন: রাজ-পরী দম্পতির ঘরে জন্ম নিল বিরল ৪ সাদা বাঘ

এ বিষয়ে চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ আলোকিত চট্টগ্রামকে বলেন, পাহাড়ি হলুদ কাছিম সম্পূর্ণ বিলুপ্তপ্রায়। এগুলো পরিচর্যা শেষে তিন বছর পর প্রকৃতিতে অবমুক্ত করা হবে৷

তিনি আরও বলেন, যেসব পশুপাখি ৮০-৯০ শতাংশ বিলুপ্ত হয়েছে তাদের মধ্যে ‘অতিবিপন্ন’ এর তালিকায় রাখা হয়েছে এই হলুদ কাছিমকে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি বিলুপ্ত পশুপাখির বংশ বিস্তার ঘটিয়ে প্রকৃতিতে অবমুক্ত করতে।

প্রসঙ্গত, ২০১৯, ২০২০ ও ২০২২ সালে চিড়িয়াখানায় হাতে তৈরি ইনকিউবেটরের মাধ্যমে জন্ম নেওয়া ৬৫টি অজগরের বাচ্চা তিন ধাপে প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছিল।

এআইটি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!