রাজ-পরী দম্পতির ঘরে জন্ম নিল বিরল ৪ সাদা বাঘ

চট্টগ্রাম চিড়িয়াখানায় রাজ-পরী দম্পতির ঘরে জন্ম নিয়েছে ৪টি সাদা শাবক।

শনিবার (৩০ জুলাই) বিকেলে পরী শাবক চারটির জন্ম দেন। এ নিয়ে চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়াল ১৬টি।

আরও পড়ুন: বিরল রঙের বাঘের ঘরে ‘নতুন অতিথি’—চিড়িয়াখানায় খুশি

এ বিষয়ে চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ (রোববার) বিকেলে রাজ–পরী দম্পতির ঘরে বিরল সাদা ৪টি শাবকের জন্ম হয়৷ সব শাবক সুস্থ ও  মায়ের দুধ পাচ্ছে। প্রতিটি শাবকের ওজন প্রায় ৮০০-৯০০ গ্রাম। অন্তত এক সপ্তাহ পর শাবকগুলোর লিঙ্গ পরিচয় জানা যাবে৷

উল্লেখ্য, ২০২১ সালের ৬ মে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ দম্পতি রাজ-পরীর ঘরে এসেছিল নতুন তিন শাবক। এই বাঘ দম্পতির ঘরেই বাংলাদেশে প্রথমবারের মত সাদা বাঘ ‘শুভ্রা’ জন্ম নেয়।

এআইটি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!