পাহাড়ি ঢলে ডুবে গেছে হাটহাজারী-মুরাদপুর সড়ক

হাটহাজারীর চিকনদন্ডী বড়দিঘীর পাড় এলাকায় পাহাড়ি ঢলের পানিতে হাটহাজারী-মুরাদপুর সড়ক ডুবে গেছে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৪ কিলোমিটার যানজটে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

সোমবার (২০ জুন) সকাল ১০টা থেকে এ দুর্ভোগের সৃষ্টি হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে আবার পাহাড়ধসে শিশুর মৃত্যু, গোপনে লাশ গেল কুমিল্লায়

সরেজমিনে গিয়ে দেখা যায়, পাহাড়ি ঢলের পানিতে হাটহাজারী-মুরাদপুর মহাসড়কের বড়দিঘীর পাড় ভূমি অফিসের সামনে কোমর সমান পানিতে তলিয়ে যায়। এতে সকাল ১০টা থেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ চার কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

দীর্ঘ যানবাহনের সারিতে একাধিক অ্যাম্বুলেন্সও আটকা পড়ে। যান চলাচল বন্ধ হওয়ায় শত শত মানুষকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। ঘণ্টাখানেক পর ট্রাফিক পুলিশের সহায়তায় যান চলাচল শুরু হলেও দীর্ঘ যানবাহনের লাইন দেখা গেছে।

আরও পড়ুন: চট্টগ্রামে সকালের বৃষ্টিতে দুপুরেও জলজট, পানির নিচে হালিশহর—মুরাদপুর—বাকলিয়া

এ ব্যাপারে রবিউল আলম নামে একজন বলেন, হাটহাজারী থেকে মুরাদপুর যাওয়ার পথে চৌধুরীহাট এসে যানজটে এক ঘণ্টা আটকে আছি। পরে পায়ে হেঁটে নতুনপাড়া পর্যন্ত এসেছি। এখানেও দেখি যানবাহনের সারি। হয়ত বালুছড়া গেলে শহরের গাড়ি পেতে পারি।

দুপুর আড়াইটা পাওয়া পর্যন্ত এ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়নি।

সিএম/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!