সীতাকুণ্ডে হতদরিদ্রদের শীতবস্ত্র দিল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ফাউন্ডেশন

সীতাকুণ্ডে শীতবস্ত্র বিতরণ করেছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ফাউন্ডেশন।

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে পৌরসভা কার্যালয়ের সামনে হতদরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

ভারপ্রাপ্ত পৌর মেয়র হারাধন চৌধুরী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন।

আরও পড়ুন: শীতবস্ত্র পেল সীতাকুণ্ডের ৫০০ প্রতিবন্ধী-হতদরিদ্র

উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিকলাল বড়ুয়া, কাউন্সিলর আনোয়ার ভূঁইয়া, দিদারুল আলম অ্যাপোলো, মফিজুর রহমান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আনোয়ারা বেগম, সাবেক কাউন্সিলর মাঈমুন উদ্দিন মামুন, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. মোফাখ্খরুল আলম চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগ নেতা মো. হারুন-অর রশিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও মো. শাহাদাত হোসেন বলেন, প্রতিবছরের মতো এবারও শীত মৌসুমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। তাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এর আগে মাননীয় সাংসদ আলহাজ দিদারুল আলম নিজ তহবিল থেকে অসহায়-দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!