চট্টগ্রামে শিক্ষিকাকে পিষে মারল বাস, পালাতে চেয়েছিল চালক

নগরে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় সাকিয়াতুল কাউছার (৪৮) নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত বাসচালক মো. রাজিবকে (২৬) আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল পৌনে ৯টায় বায়েজিদ থানা এলাকার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিয়াতুল কাউছার হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের কাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার কৈয়ারবিল এলাকার সরোয়ার কামালের স্ত্রী।

আরও পড়ুন: প্রাইভেট কারের ধাক্কায় মুহূর্তেই লাশ ট্রাফিক সার্জেন্ট

আটক রাজীব নোয়াখালী জেলার কবিরহাট থানার নুরুল আমিনের ছেলে।

যোগাযোগ করা হলে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ সকালে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের মোড়ে রাস্তা পারাপারের সময় হাটহাজারী টু নিউমার্কেটগামী একটি সিটিবাস ওই শিক্ষিকাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে বাস ও চালক মো. রাজীবকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!