লোহাগাড়ায় মেয়াদ ছাড়াই ওষুধ বেচে স্বপন ফার্মেসি

লোহাগাড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি করায় এক ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকাল ৫টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের কানুরাম বাজারের স্বপন ফার্মেসিতে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট শরীফ উল্যাহ। এসময় ফার্মেসি মালিক রূপন কান্তি নাথকে (৪৫) এ দণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন : মিরসরাইয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বেচে ৩ ফার্মেসি

রূপন কান্তি নাথ উপজেলার কলাউজান ইউনিয়নের উত্তর কলাউজান নাথপাড়ার তেজন্দ্র লাল নাথের ছেলে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যজিট্রেট শরীফ উল্যাহ বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে স্বপন ফার্মেসিতে অভিযান চালানে হয়। এসময় বিভিন্ন কোম্পানির মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করে মালিক রূপন কান্তি নাথকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া আগামী এক সপ্তাহের মধ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ দোকান থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!