মিরসরাইয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বেচে ৩ ফার্মেসি

মিরসরাইয়ে বিভিন্ন অপরাধে তিন ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার বারইয়ারহাট পৌরবাজারে এ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এসময় চট্টগ্রাম ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন রাজু উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মেয়াদ ছাড়াই ওষুধ বেচে ফতেয়াবাদের ফার্মেসিগুলো

জানা গেছে, দোকানে দৃশ্যমান লাইসেন্স না রাখা, অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ, অনুমতিবিহীন বিদেশি ওষুধ ও শিশুখাদ্য বিক্রির অপরাধে মেসার্স জোবেদা ফার্মেসি, রহমানিয়া ফার্মেসি এবং আরাফ ফার্মেসিকে ২০ টাকার জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, বিভিন্ন অপরাধে বারইয়ারহাট পৌরবাজারের তিন ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অন্যান্য ফার্মেসিগুলোকে সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!