রাস্তা বন্ধ—পৌঁছতে পারেনি ফায়ার সার্ভিস, সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে গেল ১২ জন

বাঁশখালীতে হঠাৎ আগুনে ঝলসে গেল ১২ জন। পুড়ে গেছে তিনটি দোকান। এর মধ্যে একটি অটোরিকশা গ্যারেজে থাকা গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে ১২ জন আহত হন।

বৃহস্পতিবার (৭মার্চ) সকাল ১০টায় বাহারছড়া ইউনিয়নের মোশারফ আলী মিয়া বাজারে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে শাকিল (১৮) নামে এক তরুণকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। বাকিদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন : ভয়াবহ সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে থামছে না মৃত্যুর মিছিল

ভুক্তভোগী ব্যবসায়ীরা বলছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৭ লাখ টাকা।

জানা যায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি আগুন নেভাতে যাচ্ছিল। কিন্তু পথে একটি গাড়ির চাকা পাংচার হয়ে রাস্তা বন্ধ থাকায় তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। এ অবস্থায় আগুন নেভাতে এগিয়ে আসে স্থানীয় লোকজন।

যোগাযোগ করা হলে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মজনু মিয়া আলোকিত চট্টগ্রামকে বলেন, আগুনে তিনটি দোকান পুড়ে গেছে। এর মধ্যে একটি গ্যারেজের ভেতর থাকা গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ হয়ে ১২ জন আহত হয়েছে। এদের মধ্যে একজন ছাড়া বাকিরা সবাই শঙ্কামুক্ত।

ইউবি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!