ভয়াবহ সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে থামছে না মৃত্যুর মিছিল

ভয়াবহ সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশুদের মৃত্যুর মিছিল থামছে না। এ ঘটনায় এবার মৃত্যু হয়েছে সোহেল নামে পাঁচ বছরের এক শিশুর। সবমিলিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সেই ঘটনায় এ পর্যন্ত প্রাণ হারাল ৪ শিশু।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সোহেল।

নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে গত ২৪ ফেব্রুয়ারি ভয়াবহ সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ইতোমধ্যেই প্রাণ হারিয়েছে তিন দগ্ধ শিশু। তারা হলো—মোবাশ্বেরা (৩), রাসেল (৩) ও রবি আলম (৫)।

আরও পড়ুন  : রাসেলের কাছে চলে গেল মোবাশ্বেরাও

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে— আবদুর শুক্কুরের মেয়ে রশমিদা (৩), আজিজুল হকের মেয়ে জোবায়েদা (২২) এবং আব্দুর শুক্কুরের মেয়ে আমেনা খাতুন (২৪)।

জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি সকালে ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ শিশুসহ ৯ জন দগ্ধ হয়। আহতদের মধ্যে ৭ জনকে উন্নত চিকিৎসকার জন্য চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে এখন বেঁচে আছে শুধু এক শিশু। ইতোমধ্যেই মৃত্যু হয়েছে চার শিশুর।

এ বিষয়ে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক আলোকিত চট্টগ্রামকে বলেন, সোহেলের শ্বাসনালিসহ শরীরের ৫২ শতাংশ পুড়ে গেছে। এ নিয়ে দগ্ধ চার রোহিঙ্গা শিশু মারা গেছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!