রাউজানে লাখ টাকার জরিমানার জালে জলিল শাহ্ ব্রিকস

রাউজানে পরিবেশ দূষণ ও লাইসেন্স না থাকার অপরাধে জলিল শাহ্ ব্রিকসকে লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে পূর্ব রাউজান এলাকায় জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার (জেএম শাখা ও ভিপি শাখা) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম এন জামিউল হিকমা এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলামের যৌথ নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন : আনোয়ারায় জমির টপসয়েল কেটে জেলে যুবক, জরিমানায় ছাড়া

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএমএন জামিউল হিকমা বলেন, পরিবেশ দূষণ ও লাইসেন্স না থাকায় ইটভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুযায়ী এ জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম বলেন, রাউজানে ইটভাটায় পরিবেশ বিধ্বংসী কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। যারা আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করছে তাদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

অভিযানে রাউজান থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা সহযোগিতা করেন।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!