আনোয়ারায় জমির টপসয়েল কেটে জেলে যুবক, জরিমানায় ছাড়া

আনোয়ারায় সরকারি খাস জমি থেকে টপসয়েল কাটার অপরাধে নুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৭ মে) বিকেলে তৈলারদ্বীপ ব্রিজের পাশে এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. আবদুল্লাহ আল মুমিন।

আরও পড়ুন: আনোয়ারায় সন্ধ্যার পর যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে লালু-কালু

অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মুমিন বলেন, সরকারি খাস জমি থেকে টপসয়েল কাটায় মাটি কাটা, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী নুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে জরিমানা পরিশোধ করতে না পারায় তাকে অনাদায়ে জেলে পাঠানো হয়। আজ (বৃহস্পতিবার) জরিমানা পরিশোধের পর তাকে ছেড়ে দেওয়া হয়।

কেএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!