রাউজানে দিনদুপুরে পুড়ল ঘর, ক্ষতি ১০ লাখ টাকা

রাউজানে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসতঘর। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব রাউজান কাজীপাড়ার দক্ষিণ পাশে মোজ্জাফরের টিলায় এ ঘটনা ঘটে।

এদিকে খবর পেয়ে রাউজান ফায়ার স্টেশনের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন : হঠাৎ আগুনে পুড়ল রেস্টুরেন্ট, ক্ষতি ৬০ লাখ টাকা

জানা যায়, আগুনে মামুনের বসতঘর ও ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বর্তমানে খোলা আকাশের নিচে রয়েছে।

ভুক্তভোগী মামুন বলেন, আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই ঘর থেকে বের করতে পারিনি। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস দেন।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!