হঠাৎ আগুনে পুড়ল রেস্টুরেন্ট, ক্ষতি ৬০ লাখ টাকা

রাউজানের ভয়াবহ আগুনে পুড়ে গেছে তাকওয়া নামের একটি রেস্টুরেন্ট। এতে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত চারটার দিকে নোয়াপাড়া পথের হাটে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার রাতে রেস্টুরেন্ট বন্ধ করে মালিক-কর্মচারীরা বাসায় চলে যান। রাতে মার্কেটে আগুন দেখে নৈশপ্রহরী বিষয়টি রেস্টুরেন্টের মালিককে জানালে তারা ফায়ার সার্ভিসের রাউজান ও কালুরঘাট ইউনিটকে জানায়। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলে আশপাশের অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা পায়। তবে আগুনে তাকওয়া রেস্টুরেন্টটি পুড়ে যায়।

আরও পড়ুন : আনোয়ারায় মধ্যরাতের হঠাৎ আগুনে পুড়ল ১৮ ঘর, শিশুসহ আহত ৫

এদিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা ফায়ার সার্ভিসের।

ক্ষতিগ্রস্ত বখতিয়ার হোসেন, আনোয়ার মেম্বার, মাহাব্বু আলম ও মো. ওমর ফারুক জানান, রেস্টুরেন্টে ১০-১২ জন কর্মচারী কাজ করতো। আগুনে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!