‘ভয়ঙ্কর’ মেলকুম গিরিপথে পর্যটকদের যেতে দিচ্ছে না বন বিভাগ

মিরসরাইয়ে ভয়ঙ্কর মেলকুম গিরিপথে না যেতে পর্যটকদের নিরূৎসাহিত করা হচ্ছে। এ নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে বন বিভাগের কর্মকর্তারা।

সোমবার (১৫ মে) দুপুরে গিরিপথে যাওয়ার উদ্দেশ্যে আসা পর্যটকদের যেতে নিষেধ করেন বন বিভাগের কর্মকর্তা।

সরেজমিন দেখা গেছে, বন বিভাগ কর্মকর্তাদের কথা কেউ কেউ শুনলেও অনেক পর্যটক অন্য সড়ক ব্যবহার করে মেলকুম গিরিপথে যাচ্ছেন। এছাড়া পাহাড়ের বিভিন্ন জায়গায় ব্যানার, ফেস্টুনে ও সতর্কীকরণ বিজ্ঞপ্তি টাঙানো হয়েছে।

আরও পড়ুন: হাতি মেরে পুঁতে ফেলা হচ্ছে মাটিতে, কুম্ভকর্ণের ঘুমে বাঁশখালীর বন বিভাগ

জানা গেছে, জায়গাটি রিজার্ভ বনভূমি এবং বিপদজনক ঝরনা নামে পরিচিত। অনেক পর্যটক পথ হারিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল করে উদ্ধার হয়েছে।

স্থানীয় আবুল হোসেন বলেন, এটি অনেক ভয়ঙ্কর পথ। ছোটবেলায় এখানে আমরা মাছ শিকার করতাম। এখানে এসে অনেক মানুষ দিশেহারা হয়ে পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে মিরসরাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শাহ নেওয়াজ নওশাদ আলোকিত চট্টগ্রামকে বলেন, এটি বন বিভাগের রিজার্ভ জায়গা। এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ থাকলেও অনেকেই তা মানছেন না। আমরা বিভিন্ন সময় ব্যানার, ফেস্টুন ও সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়ে পর্যটকদের সর্তক করছি। এছাড়া বিট কর্মকর্তারা ঘুরতে আসা পর্যটকদের মেলকুম গিরিপথে না যেতে নিষেধ করছেন।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!