যাবজ্জীবন সাজা নিয়ে জেলে গেল মাদকের ৩ পাইকারি কারবারি

চন্দনাইশ থানার মাদক মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডসহ জরিমানা করেছেন আদালত।

সোমবার (২০ নভেম্বর) চট্টগ্রাম দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সরওয়ার আলম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নগরের চান্দগাঁও থানা এলাকার মৃত নিরধ মজুমদারের ছেলে নয়ন মজুমদার, নোয়াখালীর কবিরহাট এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে বেলায়েত হোসেন ও কক্সবাজারের ঈদগাঁহ্ এলাকার মো. আবছার কামালের ছেলে মো. শফিউল হক প্ৰকাশ ইমন।

আরও পড়ুন : জামিনের পর লাপাত্তা ২ মাদক কারবারির যাবজ্জীবন দণ্ড

এ বিষয়ে অতিরিক্ত পিপি পিটু কুমার শীল আলোকিত চট্টগ্রামকে বলেন, মাদক আইনে মামলা প্রমাণিত হওয়ায় প্রত্যেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

পিপি আরও বলেন, রাষ্ট্রপক্ষ আটজন স্বাক্ষী উপস্থাপন করেন। আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক। পরে দণ্ডপ্রাপ্তদের সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৫ জুন চন্দনাইশ থানার দোহাজারী পৌরসভার সিঙ্গার শো-রুমের সামনে একটি কাভার্ডভ্যানসহ দণ্ডপ্রাপ্ত তিনজনকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় চন্দনাইশ থানায় মামলা করা হয়। সেই মামলায় আজ রায় ঘোষণা করেন আদালত।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!