চট্টগ্রামে ১৩ ডিসেম্বর বিজয় শিখা জ্বালাবেন মুক্তিযোদ্ধার সন্তানরা

বিজয় শিখা প্রজ্জ্বলন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আগামী ১৩ ডিসেম্বর (মঙ্গলবার) উদ্বোধন করা হবে চট্টগ্রামের মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলা। এদিন মুক্তিযোদ্ধার সন্তানদের হাতে অগ্নিশলাকা তুলে দিবেন ‘অপারেশন জ্যাকপট’-এর অধিনায়ক কমোডর এ ডব্লিউ চৌধুরী বীর উত্তম ও বীর বিক্রম। নগরের এমএ আজিজ স্টেডিয়ামের সামনের গোলচত্বরে বিজয় শিখার টাওয়ারে এই শিখা প্রজ্জ্বলন করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব মো. ইউনুস।

মেলা পরিষদ সূত্রে জানা গেছে, ১৯৮৯ সাল থেকে শুরু হয় এই বিজয় মেলা। এবার মেলার ৩৪তম আয়োজন। মুক্তিযুদ্ধের বিজয় মেলার প্রতিষ্ঠাতা প্রয়াত সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর। এই মেলার ধারাবাহিকতা ছড়িয়ে পড়েছে পুরো দেশে। ‘মুক্তিযুদ্ধের বিজয়, বীর বাঙালির অহংকার’ স্লোগানে উদযাপিত হবে এবারের বিজয় মেলা।

মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশে এবারও বিজয় মেলার আয়োজন করা হয়েছে বলে জানান পরিষদের নেতারা। গত ১ ডিসেম্বর থেকে নগরের আউটার স্টেডিয়ামে শুরু হয় মাসব্যাপী বিজয় মেলা।

আরও পড়ুন: ১ ডিসেম্বর রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি

জানা গেছে, প্রতিবছর হর্ষধ্বনি ও স্লোগানে মুখরিত এমএ আজিজ স্টেডিয়ামের সামনের গোলচত্বরে বিজয় শিখা প্রজ্জ্বলন করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা ও আমজনতার এক আনন্দঘন আবেগ-অনুভূতিমালায় জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে উঠে চারপাশ। এবারও একইভাবে বিজয় শিখা প্রজ্জ্বলন করা হবে।

মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব মো. ইউনুস বলেন, এবারের বিজয় শিখা প্রজ্জ্বলন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। এতে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। প্রধান বক্তা থাকবেন ‘অপারেশন জ্যাকপট’-এর অধিনায়ক কমোডর এ ডব্লিউ চৌধুরী বীর উত্তম ও বীর বিক্রম।

তিনি আরও বলেন, এবারের বিজয় মেলায় সার্বিক দিক বিবেচনা করে বিজয় মেলার তাৎপর্য ও মুক্তিযুদ্ধকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে একটি মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট গঠন করে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। বিজয় মঞ্চে অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- রচনা, চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়া আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভা, ১৫ ডিসেম্বর বিজয় মেলার প্রয়াত চেয়ারম্যান সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এবিএম মহিউদ্দীন চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত হবে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মধ্যদিয়ে পর্দা নামবে বিজয় মেলার।

এদিকে চট্টগামে প্রধানমন্ত্রীর আগমন ও পলোগ্রাউন্ড মাঠে জনসভার কারণে গত ৪ ডিসেম্বর বন্ধ রাখা হয় মেলা। এছাড়া ১২ ডিসেম্বর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন এবং ২৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মহাসম্মেলন উপলক্ষে বিজয় মঞ্চের অনুষ্ঠান কার্যক্রম সংক্ষিপ্ত করা হয়েছে।

প্রসঙ্গত, বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছকে মহাসচিব করে আগের পূর্ণাঙ্গ কমিটি বহাল রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!