‘ভেজালের কারখানা’ চট্টগ্রামে রাতের আঁধারে বানানো হয় ১০ রকমের ঘি

নগরে অনুমোদনবিহীন বিভিন্ন ভেজাল ঘি-মধু-ওষুধ তৈরি ও বিক্রির অপরাধে দুপ্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) নগরের মুরাদপুর ও বায়েজিদ এলাকায় এ অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

আরও পড়ুন: দানবীর—আড়ালে ‘ভেজাল’, বিএসপি ফুডের মালিক অজিতের জামিন মিলল অর্থদণ্ড—মুচলেকায়

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নগরের মুরাদপুর মোড়ের করিমস আইকন ভবনের সপ্তম তলার এক্সিলেন্ট ওয়ার্ল্ড নামক প্রতিষ্ঠানে অনুমোদন ছাড়া বিভিন্ন ওষুধ, বডি লোশন, মধু ও ফুড সাপলিমেন্ট বিক্রি করায় ম্যানেজার আবু তাহেরকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে বায়েজিদ বিসিক শিল্প নগরে রাতের আঁধারে কল্পনা কমোডিটিসের কারখানায় তৈরি হচ্ছিল ১০ ধরনের ভেজাল ঘি। এছাড়া অনুমোদন ছাড়া এসব ঘি বিএসটিআইয়ের লোগো লাগিয়ে বাজারজাত করায় কারখানা মালিক জগদীশ ঘোষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, অনুমোদন ছাড়া বিভিন্ন ওষুধ, বডি লোশন ও মধু বিক্রি করায় মুরাদপুরের এক্সিলেন্ট ওয়ার্ল্ডকে ২ লাখ টাকা ও বায়েজিদে অনুমোদন ছাড়া ঘি তৈরি ও বিএসটিআইয়ের লোগো ব্যবহার করায় কল্পনা কমোডিটিসের কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!