সেনা কর্তা—মেয়রের মেয়ের জামাই সেজে তারা তেল-চিনির ‘বড়’ আমদানিকারক

এদের কেউ তেলের বড় আমদানিকারক, আবার কেউ চিনির। কেউ সেনা কর্মকর্তা, তো কেউ চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিকের) সাবেক মেয়রের জামাই। পাঁচতারকা হোটেলে বসে যোগাযোগ করেন বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে। ব্যবসায়ীদের অফার দেন— বাজারের চেয়ে কম মূল্যে তেল-চিনি দেওয়ার।

তবে এসবই প্রতারণার ফাঁদ। তারা আসলে কেউ তেল-চিনির আমদানিকারক নন। যে পরিচয় দেন সেগুলোও ভুয়া! মূলত ব্যবসায়ীদের টোপ দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়াই তাদের টার্গেট।

এভাবে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (৬ জানুয়ারি) টানা অভিযান চালিয়ে নগরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ (শনিবার) বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পশ্চিম বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ আলী হোসেন।

আরও পড়ুন: চট্টগ্রামে ‘মদকাণ্ডে’ রেহাই পাচ্ছে না আমদানিকারক—সিঅ্যান্ডএফ এজেন্ট কেউই

গ্রেপ্তাররা হলেন- মো. শাহজালাল (৫৩), মোহাম্মদ আলী (৫১), শেখ জাহাঙ্গীর কবির (৪৬), নাজমুল হুদা খান (৪৬), মো. রাজিবুল হক প্রকাশ বাবু (৩৮) এবং ওয়াসিম আহমেদ (৩৭)।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তাররা তেল ও চিনি আমদানিকারক সেজে চট্টগ্রামসহ দেশের অনেক ব্যবসায়ীকে বাজারের চেয়ে কম মূল্যে পণ্য দেওয়ার লোভ দেখান। তাদের আমদানি করা পণ্য বন্দরে চলে এসেছে বলে ব্যবসায়ীর কাছ থেকে সিকিউরিটি মানির কথা বলে টাকা নেন। এরপর টাকা নিয়ে তারা গা ঢাকা দেন।

এ বিষয়ে সিএমপির গোয়েন্দা পশ্চিম বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ আলী হোসেন বলেন, গ্রেপ্তার ৬ জনের বাড়ি বিভিন্ন জেলায়। তারা সবাই প্রতারক। প্রতারণা করে তেল ও চিনির আমদানিকারক সেজে চট্টগ্রামের অনেক ব্যবসায়ীকে ফোন দিতেন। এছাড়া তারা সেনা কর্মকর্তাও পরিচয় দিতেন। তাদের একজন প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীর ছোট মেয়ের জামাই পরিচয় ব্যবহার করতেন।

উপকমিশনার আরও বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। আজ (শনিবার) তাদের আদালতে পাঠানো হয়েছে। আদালতের মাধ্যমে রিমান্ডে এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!