বিএম কনটেইনার ডিপোর আগুন নিভলেও ধংসস্তূপে ধোঁয়া বন্ধ হয়নি

সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনের কুণ্ডুলি না থাকলেও ধংসস্তূপ থেকে ধোঁয়া বের হচ্ছে।

বুধবার (৮ জুন) বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আগুন নিয়ন্ত্রণ হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল।

বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮-বীর এর লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু এখনো কিছু জায়গায় ধোঁয়া আছে। কনটেইনার সরানোর কাজ চলছে। এছাড়া সেনাবাহিনীর একটি তদন্ত দল অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত করছে। এ কাজে সেনাবাহিনীকে সহায়তা করছে নৌ-বাহিনী ও ফায়ার সার্ভিস।

আরও পড়ুন: ওমানে গলায় দড়ি দিলেন রাউজানের যুবক, দেশে আসতে দেননি মালিক

তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর আমরা সব জায়গায় তল্লাশি চালিয়েছি। কোনো মরদেহ পাওয়া যায়নি। যদি কনটেইনারের মধ্যে মরদেহ পাওয়া যায় তাহলে মৃতের সংখ্যা বাড়তে পারে।

টিবি/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!