ওমানে গলায় দড়ি দিলেন রাউজানের যুবক, দেশে আসতে দেননি মালিক

১১ বছর ধরে ওমানে থাকা উজ্জ্বল দাশ (৩৭) নামের রাউজানের এক প্রবাসী যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার (৫ জুন) ওমান আল সোহার নামক স্থানে বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল দাশ ৮ নম্বর কদলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দাশপাড়া গ্রামের মাদল দাশের ছেলে। নিহত প্রবাসীর দুই সন্তানের মধ্যে বড় ছেলে তন্ময় দাশ ও ছোট মেয়ে রাশি দাশ।

আরও পড়ুন: প্রেমিকের খোঁজে কক্সবাজারে, চট্টগ্রামে ফিরে দড়িতে ঝুলল স্কুলছাত্রী

নিহতের স্ত্রী শিবু দাশ জানান, কী কারণে আমার স্বামী আত্মহত্যা করেছেন কিছুই বুঝতে পারছি না। ঘটনার দিন সকাল ১০টার দিকে আমার সঙ্গে  মুঠোফোনে তার কথা হয়। তিনি গত ১১ বছর ওমানে আছেন।  পাঁচ মাস আগে দেশো ছুটি কাটিয়ে আবার ওমানে ফিরে যান।

স্ত্রী আরও জানান, উজ্জ্বল বেশকিছু রোগে ভুগছিলেন। চিকিৎসা করতে দেশে আসার জন্য বারবার চেষ্টা করছিলেন। কিন্তু তিনি যে প্রতিষ্ঠানে চাকরি করতেন সেই প্রতিষ্ঠানের পরিচালক বিজন কর ছুটি দেননি।

তবে পরিবারে ধারণা  ছুটি না দেওয়ার কারণে তিনি আত্মহত্যা করেছেন। মালিক বিজন করের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে বলে জানা গেছে।

নিহতের বাবা মাদল দাশ জানান, ছেলে আমাদের পরিবারের একমাত্র আয়-রোজগারের অবলম্বন ছিল। আমাদের বয়স হয়েছে এবং তার  দুটি সন্তান রয়েছে। এখন তাদের নিয়ে ভিক্ষা করা ছাড়া আর উপায় নেই।

শফি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!