পুলিশ-বিএনপি সংঘর্ষে চট্টগ্রাম রণক্ষেত্র, পুড়ল মোটরসাইকেল, ভাঙল দোকান—কার

পুলিশ-বিএনপি সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে নগরের কাজির দেউড়ি এলাকা। সংঘর্ষে আহত হয়েছেন পুলিশসহ বিএনপির কয়েকজন নেতাকর্মী। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে বিএনপির ২০ নেতাকর্মীকে।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুর ৩টায় নাসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নূর আহমদ সড়‌কে এ ঘটনা ঘটে। সেখানে বিদ‌্যু‌তের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বি‌ক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশের আয়োজন করে বিএনপি।

আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশ-বিএনপি সংঘর্ষে ৩ মামলা—আসামি ১৩০০, ছেলের সঙ্গে আসামি সাবেক মন্ত্রীও

জানা যায়, ১০ দফা বাস্তবায়নের দাবিতে কাজির দেউড়ি মোড় থেকে বিএনপি অফিসের দিকে বিক্ষোভ মিছিল যাওয়ার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে নেতাকর্মীরা। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশের ওপর হামলার পর পুলিশও লাঠিচার্জ শুরু করে। এছাড়া ফাঁকা গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাজির দেউড়ি মোড়ে ট্রাফিক পুলিশের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বিএনপির নেতাকর্মীরা। বেশ কয়েকটি দোকান ও গাড়ি ভাঙচুর করা হয়। বাদ যায়নি সংবাদমাধ্যমের গাড়িও। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য ও বিএনপির নেতাকর্মী।

পুলিশ সূত্রে জানা গেছে, হামলায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। হামলার ঘটনায় বিএনপির ২০ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!