বঙ্গোপসাগরে ইয়াবার বিশাল চালান নিয়ে ধরা খাওয়া ৬ রোহিঙ্গার জেল

কক্সবাজারে মাদক মামলায় ৬ রোহিঙ্গাকে ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৬ জুলাই) কক্সবাজার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাইল এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

আরও পড়ুন: কোটিপতি ইয়াবা ব্যবসায়ী নুর আলম, রোহিঙ্গা হয়েও বাঙালি সেজে ঠাঁই নিল রউফাবাদে

দণ্ডপ্রাপ্তরা হলেন- মিয়ানমারের আকিয়াব জেলার ফতুর থানার অনারেং ক্যাম্পের মো. আ. মুনাফ, মো. ইসমাইল, মো. নুর হোসেন, মো. হোসেন ও মো. আমির।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৫ এপ্রিল সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ ৬ রোহিঙ্গাকে আটক করে কোস্টগার্ড। এ ঘটনায় কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশনের সিনিয়র পেটি এম সিরাজুল ইসলাম বাদী হয়ে মামলা করেন টেকনাফ থানায়।

বিডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!