দুই সহযোগীসহ র‌্যাবের জালে জলদস্যু জসিম, ৫ শুটারগান উদ্ধার

বাঁশখালীর জলদস্যূ জসিম বাহিনীর প্রধান জসিমকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ৫টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) নাপোড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. জসিম (৩৫), আব্দুল মাবুদ (৫২) ও মো. ওসমান গনি (২৫)।

আরও পড়ুন  : সীতাকুণ্ডের খুনের মামলার প্রধান আসামিকে চকবাজারে ধরল র‌্যাব

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব ৭ সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছর বলেন, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। জসিমের বিরুদ্ধে ১৪টি মামলা এবং আব্দুল মাবুদ প্রকাশ বুতা ডাকাতের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। আসামিদের বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এনইউএস/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!