ট্রাক পিষে মারল স্বর্ণ ব্যবসায়ীকে, চকরিয়ায় সব জুয়েলারি দোকান বন্ধ

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় লিপন ধর রাজীব (৩৭) নামের এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার (২৭ আগস্ট) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নলবিলা খাদ্য গুদাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিপন ধর (রাজীব) চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ধরপাড়ার সুনীল ধরের ছেলে। তিনি চিরিংগা পৌরশহরের রুপালী শপিং কমপ্লেক্সে মেসার্স জগদ্বাত্রী জুয়েলার্সের মালিক।

আরও পড়ুন : মায়ের সঙ্গে প্রসব বেদনায় কাতর নারীকে পিষে মারল লরি

পরিবারের বরাত দিয়ে চকরিয়া জুয়েলার্স অ্যাসিয়শনের সাধারণ সম্পাদক নারায়ণ কান্তি দাশ আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ সকাল ৮টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আসার জন্য হারবাং স্টেশন থেকে যাত্রীবাহী লেগুনাতে উঠেন রাজীব। তাকে বহনকারী গাড়িটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খাদ্য গুদাম এলাকার পৌঁছলে একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় লেগুনা গাড়ির বেশ কয়েকজন যাত্রী আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওইসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজীবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। আহত রাজীবকে চমেক হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) খোকন কান্তি রুদ্র বলেন, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়িসহ চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

এদিকে স্বর্ণ ব্যবসায়ী লিপন ধরের (রাজীব) মৃত্যুতে আজ চকরিয়া উপজেলার সব স্বর্ণের দোকান বন্ধ রাখা হয়।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!