জীবননগরে প্রাণ হারাল যুবক—দেড় হাজার ফুট নিচে রডবোঝাই ট্রাক

বান্দারবানে মালবাহী ট্রাক খাদে পড়ে আবারও হতাহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।

রোববার (২৯ মে) দুপুর ১টার দিকে বান্দরবান-থানচি সড়কের জীবননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: চালকের কারণে থানচির পাহাড়ি পথে প্রাণ গেল ২ পর্যটকের—রক্তাক্ত ৭

নিহতের নাম মো. সাইদ (৪০)। আহতরা হলেন- মো. ফরহাদ (২৩), মো. রেজওয়ান (২৫)ও ট্রাকচালক আবদুল মজিদ (৫৫)।

এর আগে গত ২৬ মে (বৃহস্পতিবার) একই এলাকায় মাইক্রোবাস খাদে পড়ে বুয়েটের ৩ কর্মচারী নিহত ও ৬ জন গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৮ মে) থানচি থানা পুলিশের পর্যটনকেন্দ্র নির্মাণের জন্য রড নিয়ে ট্রাকটি বান্দারবান যায়। আজ (রোববার) ট্রাকটি বান্দারবান সদর থেকে থানচি যাচ্ছিল। জীবননগর এলাকায় ঢালু পথে নামার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় দেড় হাজার ফুট গভীর খাদে পড়ে যায়।

আরও পড়ুন: কলেজছাত্রকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন যুবক

পরে খবর পেয়ে সম্মিলিতভাবে উদ্ধারে অংশ নেয় স্থানীয় বাসিন্দা, পুলিশ, ফায়ার সার্ভিস, বিজিবি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। আহতদের উদ্ধার করে প্রথমে বিজিবি ৩৮ ব্যাটালিয়নে প্রাথমিক চিকিৎসা এবং পরে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।

যোগাযোগ করা হলে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদ্বীপ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি ঢাকা থেকে রড নিয়ে থানচি যাওয়ার পথে জীবননগর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় দেড় হাজার ফুট পাহাড়ের খাদে পড়ে যায়। এতে ১ জন নিহত ও তিনজন আহত হয়। আহতদের দ্রুত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আইজেএন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!