চালকের কারণে থানচির পাহাড়ি পথে প্রাণ গেল ২ পর্যটকের—রক্তাক্ত ৭

বান্দরবানের থানচি উপজেলার জীবননগরে পর্যটকদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মে) এ ‍দুর্ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন।

জানা যায়, থানচির জীবননগর সড়কের ঢালু রাস্তায় পর্যটকদের একটি নোহা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক পর্যটক ও হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। এ সময় আহত ৭ পর্যটককে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: ২৪২ নমুনা পরীক্ষায়ও চট্টগ্রাম করোনাশূন্য

বান্দরবান ট্যুরিস্ট পুশিল জানায়, ঢাকা থেকে থানচিতে যাওয়ার পথে জীবননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নোহা গাড়িটি খাদে পড়ে ২ জন নিহত ও ৭ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আমরা আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।

থানচি থানার এএসআই সত্যব্রত চাকমা জানান, পর্যটকদের গাড়িটির চালকের পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর অভিজ্ঞতা না থাকা এবং অতিরিক্ত যাত্রী থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

টিবি/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!