চান্দগাঁওয়ে অস্ত্রসহ ধরা কিশোর গ্যাং লিডার ‘চাকমা সোহেল’

নগরের দুর্ধর্ষ ছিনতাইকারী ও কিশোর গ্যাং লিডার সোহেল ওরফে চাকমা সোহেলকে (২৮) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি এলজি ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।

বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া বারোটার দিকে চন্দগাঁও থানার আবাসিক এলাকা খন্দকারপাড়া ব্রিজের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল ওরফে চাকমা সোহেল নোয়াখালী হাতিয়া থানার ৪ নম্বর ওয়ার্ডের আকবর চৌকিদারের বাড়ীর সালাহ উদ্দিন প্রকাশ সাদ্দার ছেলে। তিনি চন্দগাঁও এলাকার ফরিদাপাড়া শেখ মোহাম্মদের ভাড়া ঘরে থাকেন।

আরও পড়ুন : বায়েজিদে ‘কালা বাচ্চু’ কিশোর গ্যাং, পালের গোদাসহ র‌্যাবের জালে ৬

যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, চান্দগাঁও আবাসিক এলাকার ৭ নম্বর রোডের শেষ মাথা খন্দকারপাড়া ব্রিজ এলাকা থেকে একটি এলজি ও একটি কার্তুজসহ সোহেল ওরফে চাকমা সোহেলকে গ্রেপ্তার করা হয়। তিনি চান্দগাঁও এলাকার দুর্ধর্ষ ছিনতাইকারী ও কিশোর গ্যাং লিডার।

তিনি আরও বলেন, সোহলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার পর আজ (বৃহস্পতিবার) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!