চট্টগ্রামের উপজেলার শিশুরাও শিগগির পাবে করোনার টিকা

চট্টগ্রাম নগরের ৫ থেকে ১১ বছর বয়সের ১ লাখ ৮৩ হাজার ৭৪১ জন শিশুকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন : চট্টগ্রামে করোনা : উপজেলায় ‘উধাও’

সিভিল সার্জনের দেওয়া তথ্য অনুযায়ী, নগরে এখন পর্যন্ত ১ লাখ ৮৩ হাজার ৭৪১ জন শিশু করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছে। এর মধ্যে ৮৮ হাজার ৮৪৩ জন ছাত্র এবং ৯৪ হাজার ৮৯৮ জন ছাত্রী। টিকা নেওয়া শিশুদের বয়স ৫ থেকে ১১ বছর।

২৪ আগস্ট থেকে শুরু হয়েছে শিশুদের করোনার টিকাদান কর্মসূচি। শহরে টিকা কর্মসূচি বাড়লেও উপজেলা পর্যায়ে শিশুরা এখনো করোনা ভ্যাকসিনের আওতায় আসেনি।

এ প্রসঙ্গে জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, চট্টগ্রাম সিটির ভেতর ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকার আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে। এখনো উপজেলা পর্যায়ে করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচি শুরু করা সম্ভব হয়নি। শিগগির উপজেলা পর্যায়ে শিশুদের করোনার টিকা নিশ্চিত করতে কাজ শুরু করা হবে।

এআইটি/এসআর 

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!