চট্টগ্রামে করোনা : উপজেলায় ‘উধাও’

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৫৬ নমুনায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৮৯ শতাংশ।

মঙ্গলবার (২ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ১০ ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ১৭ জনই নগরের বাসিন্দা। অর্থাৎ চট্টগ্রামের উপজেলাগুলোতে এদিন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি!

এ পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৫৫৭ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৯৩ হাজার ৭০৯ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৮৪৯ জন।

এছাড়া মারা যাওয়া ১ হাজার ৩৬৭ জনের মধ্যে ৭৩৭ জন মহানগরের এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!