ঘর থেকে ডেকে নিয়ে মারধর, বাঁচল না সেই সাদ্দাম

ফটিকছড়িতে ঘর থেকে ডেকে নিয়ে মারধরের শিকার মো. সাদ্দাম হোসেন (৩৫) মারা গেছেন। ৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

সোমবার (৪ মার্চ) ভোরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যান।

নিহত সাদ্দাম হোসেন মানিকপুর গ্রামের মনু তালুকদার বাড়ির সিরাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় নিহতের মা রোকেয়া বেগম বাদী হয়ে গত ৩ মার্চ ফটিকছড়ি থানায় মামলা করেন।

আরও পড়ুন : চট্টগ্রামে যুবকের আত্মহনন, শাশুড়ির ইশারায় মারধর

মামলা সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি রাতে সাদ্দামকে ফোন করে অজ্ঞাত ব্যক্তিরা ডেকে নিয়ে যায়। পরদিন (২৮ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে যায়। তারা দেখতে পায়, রক্তাক্ত অবস্থায় সাদ্দামকে পড়ে আছে। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

যোগাযোগ করা হলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মু. নুরুল হুদা আলোকিত চট্টগ্রামকে বলেন, মারধরের ঘটনায় মামলা হয়েছে। চিকিৎসাধীন সেই যুবক মারা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসএমএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!