আনোয়ারায় খামারির খোয়া যাওয়া গরুর হাড়-ভুঁড়ি মিলল পাহাড়ে

আনোয়ারায় কালু মিয়া নামের এক খামারির পিজিএন জাতের একটি গাভী চুরি হয়েছে।

সোমবার (১৭ জুলাই) রাতে উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নের খানবাড়ি এলাকায় এ গরু চুরির ঘটনা ঘটে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের এখনও চিহ্নিত করা যায়নি। এছাড়া থানা পুলিশও ঘটনার বিষয়ে অবগত নয় বলে জানান।

এদিকে মঙ্গলবার (১৮ জুলাই) সকালে একটি পাহাড়ে চুরি করা গরুর মাথা, পা এবং হাড় পাওয়া গেছে।

আরও পড়ুন: খামারির গরু বেচার পৌনে ২ লাখ টাকা মুহূর্তেই হাওয়া

জানা গেছে, ক্ষতিগ্রস্ত কালু মিয়া স্থানীয় মৃত ইসলাম খানের ছেলে। তিনি প্রতিবছর গরু লালন-পালন করেন।

জানতে চাইলে কালু মিয়া বলেন, আমার ঘরের পাশেই গরুর গোয়াল ঘরে দুটি গরু রাখা হয়েছিল। গত সোমবার রাতে কে বা কারা একটি পিজিএন জাতের গাভী নিয়ে যায়। আজ সকালে পাহাড়ে ওই গরুর মাথা, পা, হাড় ও ভুঁড়ি পাওয়া যায়।

যোগাযোগ করা হলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ আলোকিত চট্টগ্রামকে বলেন, আমি যোগদান করার পর থেকে জুয়াড়িদের যেভাবে দমন করা হচ্ছে ঠিক একইভাবে গরু চুরির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। বৈরাগের গরু চুরির বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!