খামারির গরু বেচার পৌনে ২ লাখ টাকা মুহূর্তেই হাওয়া

আনোয়ারায় মো. আজিম নামের এক খামারিকে অজ্ঞান করে গরু বিক্রির এক লাখ ৭৫ হাজার টাকা নিয়ে গেছে মলম পার্টির সদস্যরা।

বুধবার (২৮ জুন) সকালে উপজেলার সাদ মুসা ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মো. আজিম বারখাইন ইউনিয়নের ঝিবাশি স্কুলের পাশের গ্রামের নুর হোসেনের ছেলে।

আরও পড়ুন: হঠাৎ বেড়েছে গরু চুরি, আনোয়ারায় চুরি ঠেকাতে রাত জেগে পাহারা

পাররিবারিক সূত্রে জানা যায়, শিলাইগড়ার গ্রামের মো. ওসমানের গরু বর্গা হিসেবে পালন করেন আজিম। মঙ্গলবার রাতে গরুটি এক লাখ ৭৫ হাজার টাকায় বিক্রির পর আজ সকালে ওসমানের কাছে টাকা নিয়ে যাওয়ার সময় মলম পার্টির খপ্পরে পড়েন তিনি। এসময় তাঁর কাছে থাকা টাকাগুলো হাতিয়ে নেয় চক্রের সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে সাদ মুসার সামনে আহত অবস্থায় আজিমকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাথী দেবী বলেন, আজ সসকাল ১১টার দিকে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তাঁর মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। তবে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আমরা তাঁকে চমেক হাসপাতালে রেফার করেছি।

যোগাযোগ করা হলে আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) শাহীদ হোসাইন আলোকিত চট্টগ্রামকে বলেন, মলম পার্টির খপ্পরে পড়েছেন আজিম। তিনি সুস্থ হওয়ার পর বিস্তারিত জানা যাবে।

কেএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!