কানাডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই ১৫ লাশ, রক্তাক্ত ১০

কানাডার ম্যানিটোবা প্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া ২ চালকসহ আরও ১০ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) স্থানীয় সময় বিকেলে এ দুর্ঘটনা ঘটে। সিবিসি নিউজের বরাতে এ খবর প্রকাশ করেছে রয়টার্স।

পুলিশ জানায়, উইনিপেগের পশ্চিমে কারবেরির কাছে ট্রান্স-কানাডা হাইওয়েতে লরির সঙ্গে বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। কোস্টার আকারের ওই বাসটির বেশিরভাগ যাত্রী ছিলেন প্রবীণ। তারা ডাউফিন, ম্যানিটোবা ও আশপাশের এলাকার বাসিন্দা ছিলেন।

নিহতদের বেশিরভাগ বয়স্ক ব্যক্তি বলে জানিয়েছেন ম্যানিটোবার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) অ্যাসিস্টেন্ট কমিশনার রব হিল।

একজন প্রত্যক্ষদর্শী জানান, স্থানীয় সময় দুপুরের পর তিনি একটি খাদে জ্বলন্ত বাস দেখতে পান। এক সংবাদ সম্মেলনে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, হতাহতদের উদ্ধারে একটি এয়ার অ্যাম্বুলেন্স এবং ১২টি অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

টুইট বার্তায় শোক জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, যারা এই ভয়াবহ দুর্ঘটনায় স্বজন হারিয়েছেন তাদের প্রতি আমার গভীর সমবেদনা রইল। কারবেরির দুর্ঘটনা আমার মনকে ভেঙে দিয়েছে।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!