মেয়াদ ছাড়াই ওষুধ বেচে ফতেয়াবাদের ফার্মেসিগুলো

হাটহাজারীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ৪ ফার্মেসিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার ফতেয়াবাদ এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম। এসময় উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন, চট্টগ্রাম জেলা কার্যালয়ের তত্ত্বাবধায়ক মো. সাখাওয়াত হোসেন রাজু।

আরও পড়ুন : ফ্রিজে মেয়াদহীন ওষুধের সঙ্গে মাছ-মাংস, অলংকারে ধরা খেল ২ ফার্মেসি

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে মোজাম্মেল মেডিকেল হলকে ২৫ হাজার টাকা, মাদার্শা ফার্মেসিকে ২০ হাজার টাকা, লাকী মেডিকেল হলকে ১০ হাজার টাকা ও বিসমিল্লাহ ফার্মেসিকে ৫ হাজার টাকাসহ মোট ৪ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম বলেন, আজ (সোমবার) পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়ম পাওয়ায় ৪ ফার্মেসিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, জনদুর্ভোগ ও ভোক্তা অধিকার সংক্রান্ত সকল বিষয় আমরা কঠোরভাবে মনিটরিং করছি। হাটহাজারীর বিভিন্ন ফার্মেসিতে নিয়মিত অভিযান চলছে। ভোক্তার জন্য মানসম্মত ওষুধ নিশ্চিত করাই অভিযানের লক্ষ্য। এ অভিযান অব্যাহত থাকবে।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!