আলোচিত মিতু হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলায় স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের মাধ্যমে বিচারকাজ শুরু হয়েছে। মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন।

রোববার (৯ এপ্রিল) চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন আগামী ২ মে ধার্য করা হয়েছে।

এসময় চার্জশিটভুক্ত বাবুল আক্তার, আনোয়ার হোসেন, শাহজাহান মিয়া ও মোতালেব মিয়া প্রকাশ ওয়াসিমকে আদালতে হাজির করা হয়।

এছাড়া অসুস্থতাজনিত কারণে জামিনে থাকা এহতেশামুল হক ভোলাও আদালতে উপস্থিত ছিলেন। তবে কালু ও মুছা এখনও পলাতক ।

আরও পড়ুন: মিতু হত্যা : এসপি বাবুলসহ আসামির কাঠগড়ায় ৭

এ বিষয়ে বাবুল আক্তারের আইনজীবী গোলাম মাওলা মুরাদ বলেন, উচ্চ আদালতে চার্জ গঠনের বিরুদ্ধে আবেদন করায় ঈদের পরে সাক্ষ্যগ্রহণ শুরু করার জন্য সময় চেয়েছিলাম। কিন্তু রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেন।

এরপর যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালতের সাক্ষ্য গ্রহণের আদেশে মিতুর বাবা মোশাররফ হোসেন জবানবন্দি দেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন চট্টগ্রাম মহানগর পিপি মো. আবদুর রশিদ।

গত ১৩ মার্চ বাবুল আক্তারসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত। ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সাতজনকে আসামি করে ২ হাজার ৮৪ পৃষ্ঠার চার্জশিট আদালতে দাখিল করে। ১০ অক্টোবর আদালত অভিযোগপত্র গ্রহণ করেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন সকালে নগরের পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে খুন হন মাহমুদা খানম মিতু।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!