আবারও সয়াবিন তেলের দাম লিটারে ২০ টাকা বাড়াতে মরিয়া ‘সিন্ডিকেট’

জ্বালানি তেলের পর এবার বাড়তে পারে ভোজ্যতেলের দাম। টাকার বিপরীতে ডলারের দাম বাড়ার কারণ দেখিয়ে এবার সয়াবিন তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। দাম কমানোর এক মাস পার না হতেই আবারও বাড়াতে চায় ব্যবসায়ীদের এ সংগঠন।

আরও পড়ুন: চট্টগ্রামে সয়াবিন তেল কিনতে নতুন টোপ, ফায়দা লুটছে ব্যবসায়ীরা 

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ৪ আগস্ট (বৃহস্পতিবার) বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তর বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের কাছে দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব করে। প্রস্তাবনায় জানানো হয়— টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে গেছে। এক ডলারের বিপরীতে বর্তমানে খরচ হচ্ছে ১১১ থেকে ১১২ টাকা। ফলে তেল আমদানি খরচ আগের তুলনায় বেড়ে গেছে। তাই আমদানি ব্যয়ের সাথে বাজার দর সমন্বয় করতে লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৮০ টাকা ও প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের ২০৫ টাকা নতুন দর নির্ধারণ করতে হবে। এছাড়া নতুন প্রস্তাবনায় ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম পড়বে ৯৬০ টাকা।

এ বিষয়ে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সহকারী প্রধান মো. মাহমুদুল হাসান আলোকিত চট্টগ্রামকে বলেন, দেশের বাজারে সয়াবিন তেলের দাম বৃদ্ধি করে নতুন দর নির্ধারণ করতে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের কাছে প্রস্তাব এসেছে। যদিও ফাইলটি এখনো আমার ডেস্কে এসে পৌঁছায়নি। এ ব্যাপারে আমাদের কমিশনের প্রয়োজনীয় কার্যাবলী সম্পাদনের পর দাম বাড়বে কি বাড়বে না তা নিশ্চিত হওয়া যাবে।

এর আগে আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়ার কারণে ব্যবসায়ীদের দাবির মুখে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ৯ জুন পর্যন্ত তিন দফায় লিটারপ্রতি ভোজ্যতেলের দাম বাড়িয়েছিল ৫৫ টাকা। সর্বশেষ গত ৯ জুন সংগঠনটি দেশের বাজারে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৭ টাকা বাড়িয়ে বোতলজাত ভোজ্যতেলের লিটারে দাম নির্ধারণ করে ২০৫ টাকা। এরপর আন্তর্জাতিক বাজারে মূল্যহ্রাসের কারণে দেশের বাজারে প্রথম দফায় গত ২৬ জুন লিটারে ৬ টাকা কমিয়ে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৯৯ টাকা ও খোলা সয়াবিন তেলের দাম কমিয়ে প্রতি লিটার ১৮০ টাকায় বিক্রির ঘোষণা দিয়েছিল ব্যবসায়ীদের এই সংগঠন। দ্বিতীয় দফায় গত ১৭ জুলাই সয়াবিন তেলের দাম লিটারে আরও ১৪ টাকা কমিয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৮৫ টাকা ও খোলা সয়াবিন তেলের দাম লিটার ১৬৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

জেএন/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!