আত্মসমর্পণ করেও পার পেল না খুনের মামলার আসামি

রাউজানে যুবলীগ কর্মী শহিদুল আলম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সালাউদ্দিনকে (৩০) কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে চট্টগ্রাম আদালতের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে তিনি জামিন আবেদন করেন।

সালাউদ্দিন উপজেলার ৭ নম্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাউজান হরিশখানপাড়ার মৃত শফিউল আলম প্রকাশ আমীর হোসেনের ছেলে।

আসামিপক্ষের আইনজীবি অসীম কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: জেলে থাকতে হবে আত্মসমর্পণ করা ১০১ ইয়াবা ব্যবসায়ীকে

এর আগে মঙ্গলবার (১৩ জুন) একই মামলার আরেক আসামি আবু তাহের প্রকাশ কালা মনাকে গ্রেপ্তার করে র‌্যাব। তিনি একই এলাকার ইউনুচ কোম্পানি বাড়ির প্রয়াত ইউনুচ কোম্পানির ছেলে।

যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল আলোকিত চট্টগ্রামকে বলেন, মঙ্গলবার রাতে র‌্যাবের একটি দল তাহেরকে রাউজান থানায় হস্তান্তর করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি অভ্যন্তরীণ বিরোধের জেরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারা বটতল এলাকায় মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে খুন হন যুবলীগ কর্মী শহীদুল আলম। এদিন ফিল্মি স্টাইলে শহীদুলের মাথায় গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!