অবশেষে ধরা খেল আলোচিত সেই লিয়াকত চেয়ারম্যান

বাঁশখালীর ৩৪ মামলার আসামি লিয়াকত আলীকে অবশেষে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গত কয়েক মাসে তাকে র‌্যাব-পুলিশ অন্তত ১৭ বার গ্রেপ্তারে অভিযান চালিয়ে ব্যর্থ হয়।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার নয়া পল্টন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লিয়াকত আলী গণ্ডামারা ইউনিয়নের মৃত দুদু মিয়ার ছেলে। তিনি একই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। তবে বিভিন্ন অপরাধের কারণে তাঁকে বিএনপি থেকেও বহিষ্কার করা হয়েছিল।

আরও পড়ুন : রাত জেগে পাহারা, গ্রেপ্তার এড়াতে বাঁশখালীর ৪ রাস্তায় পিলার বসালেন সেই লিয়াকত

এদিকে লিয়াকতের মুক্তির দাবিতে তাঁর গ্রামের বাড়ি গণ্ডামারার লোকেরা আজ (বৃহস্পতিবার) সকাল ১১টায় লাঠি মিছিল ও পথসভা করেছে।

পুলিশ জানায়, হত্যা, রাষ্ট্রদ্রোহিতা, অস্ত্র আইন, বিস্ফোরক উৎপাদনকারী আইন, নাশকতার ঘটনা, নির্বাচন বানচাল, চেক জালিয়াতিসহ বিভিন্ন অপরাধে অন্তত ৩৪টি মামলার রয়েছে লিয়াকত আলীর বিরুদ্ধে। এর মধ্যে বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

এ বিষয়ে বাঁশখালীর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ আলোকিত চট্টগ্রামকে বলেন, লিয়াকত আলীর বিরুদ্ধে বেশকিছু মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গত বুধবার রাতে তাকে ডিবি পুলিশ ঢাকার নয়া পল্টন থেকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করেছে। আজ (বৃহস্পতিবার) তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ইউবি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!