এশিয়ার প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র হালদা নদীর মা মাছ রক্ষায় অভিযানে গিয়ে বাধার মুখে পড়েছেন হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্ত (ইউএনও) মো. শাহিদুল আলম৷
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে এগারটার দিকে দক্ষিণ গহিরা মনু মেম্বার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাউজান এলাকার দক্ষিণ গহিরা এলাকায় জাল পেতে মা মাছ ধরার খবর পেয়ে অভিযানে যান ইউএনও মো. শাহিদুল আলম। উপজেলা প্রশাসনের অভিযানের খবর পেয়ে মাছ চোরেরা ইউএনওর গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে শুরু করে। মাছ চোরদের বাধার কারণে অভিযান কিছুক্ষণ বন্ধ থাকলেও পুনরায় চালু হয়।
আরও পড়ুন: হালদায় অভিযানে নামলেন ইউএনও, উদ্ধার হলো ১৫ কেজির কাতলা
এদিকে ঘটনাস্থল থেকে এক আক্রমণকারীকে আটক করা হয়। আটক ব্যক্তির পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও মো. শাহিদুল আলম আলোকিত চট্টগ্রামকে বলেন, হালদা নদীর দক্ষিণ গহিরা মনু মিয়া মেম্বারের বাড়িতে অভিযানের সময় কয়েকজন লোক বাধা দেন। বাধা সরিয়ে আমরা পুনরায় অভিযান চালিয়ে যাচ্ছি। অভিযান শেষে সবকিছু জানানো হবে৷
এদিকে রাউজানের ইউএনও জোনায়েদ কবির সোহাগ বলেন, হালদা নদীর রাউজান অংশে অভিযানের সময় কিছু লোক ঢিল ছুড়ে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে৷
সিএম