হালদায় অভিযানে নামলেন ইউএনও, উদ্ধার হলো ১৫ কেজির কাতলা

দায়িত্বে যোগ দেওয়ার কয়েকদিনের মধ্যেই ‘কাজে’ নেমে পড়েছেন হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম। হালদা নদী থেকে উদ্ধার করেছেন ১৫ কেজি ওজনের একটি কাতলা মাছ।

বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত ১১টার দিকে মেখল ইউনিয়নের মুজাফফরপুর এলাকায় হালদা নদী থেকে এক ব্যক্তির ধরা কাতলা মাছটি উদ্ধার করেন ইউএনও শাহিদুল।

জানা যায়, হালদায় বড়শি ফেলে মাছ শিকারের গোপন খবরের ভিত্তিতে রাত নয়টার দিকে সেখানে ছুটে যান ইউএনও শাহিদুল। এসময় মাছটি উদ্ধার করা হয়। তবে যিনি মাছটি ধরেছিলেন তাকে আটক করা যায়নি।

এ ব্যাপারে ইউএনও শাহিদুল আলম বলেন, কাতলা মাছটি উদ্ধারের পর এলাকাবাসীর সহযোগিতায় রাত ১১টা পর্যন্ত চেষ্টা চালিয়েও শিকারীকে ধরা যায়নি। মাছটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগে হস্তান্তর করা হবে।

উল্লেখ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সদ্য যোগদান করা শাহিদুল আলমের এটি হালদা নদীতে প্রথম অভিযান।

সিএম/জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!