হাটহাজারীর নতুন ইউএনও শাহিদুল আলম

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে যোগদান করছেন মো. শাহিদুল আলম।

রোববার (১১ জুলাই) তিনি হাটহাজারী উপজেলা প্রশাসনের নির্বাহী প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।

এর আগে তিনি মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সচিব ছিলেন। গত ১১ সেপ্টেম্বর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত আদেশে তাকে হাটহাজারী উপজেলায় বদলি করা হয়।

চলতি বছরের ৭ জানুয়ারি তিনি মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সচিব হিসেবে যোগদান করেছিলেন।

ইউএনও শাহিদুল আলমের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। ৩৩তম বিসিএস প্রশাসন ক্যাডারে নিয়োগ পাওয়া শাহিদুল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (ব্যবস্থাপনা বিভাগ) এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রেডিং থেকে ডেভেলপমেন্ট ফাইনান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

প্রসঙ্গত, শাহিদুল আলম ইউএনও পদে রুহুল আমিনের স্থলাভিষিক্ত হচ্ছেন। হাটহাজারীর আলোচিত ইউএনও রুহুল আমিন জাতীয় চা বোর্ডে উপসচিব হিসেবে যোগ দিচ্ছেন।

সিএম/জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!