শিশুর প্রাণ কেড়ে নিল অটোরিকশা

রাউজানে সড়ক দুর্ঘটনায় নিশান কর্মকার নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের বাইন্যাপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিশান ওই এলাকার কর্মকার বাড়ির দোলন পালিতের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার সকালে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশার (চট্টগ্রাম থ-১৩-১১২৬) ধাক্কায় গুরুতর আহত হয় শিশু নিশান।

আরও পড়ুন: সড়কে পড়ে ছিলেন আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

তাকে উদ্ধার করে গহিরা জে কে মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাউজান হাওইয়ে থানার ওসি কামরুল আজম বলেন, একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠিয়েছি।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm